নিজস্ব প্রতিবেদকঃ
শিবচর পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ তোফাজ্জেল হোসেন খানকে (তোতা খান) সভাপতি এবং শংকর চন্দ্র ঘোষকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচর পৌর এলাকার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শিবচর পৌরসভার সভাপতি(ভারপ্রাপ্ত) আবদুস সালাম গোমস্তা (তারা মিয়া গোমস্তা) সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারী নূর-ই-আলম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মোঃ মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহাবুদ্দিন মোল্লা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ ফরাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম ও শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ।