নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অপরাধে দুই ড্রেজার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় একটি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয় ও ড্রেজারের প্রায় দেড় কিলোমিটার পাইপ কেটে ফেলে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যামান আদালত সুত্রে জানা যায়, উপজেলার কুমার নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদে বৃহষ্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন কবিরাজপুর ইউনিয়নের নিলাম্বরদী গ্রামের কুমার নদে অভিযান পরিচালনা করে। এ সময় কবিরাজপুর ইউনিয়নের নিলাম্বরদী এলাকার চঞ্চল সিকদারের মালিকানাধীন একটি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয় ও ড্রেজারের প্রায় দেড় কিলোমিটার পাইপ কেটে ফেলা হয়। পরে একই নদের বিশ্বম্বরদী এলাকায় ড্রেজার মলিক চিন্ময় কুমার সরকার ড্রেজার ছেড়ে পালিয়ে যাওয়ায় তার ম্যানেজার শামসুদ্দিনকে ৫০ হাজার এবং অপর ড্রেজার মালিক পারভেজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য, কুমার নদ থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনে নদের পাড়ের রাস্তাঘাট এবং বহু বাড়ী-ঘর নদে বিলীন হয়ে যায়। এ বিষয়ে এলাকাবাসী বারবার মানববন্ধন ও প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন ফল পায়নি। মুক্তিযোদ্ধাদের লিখিত অভিযোগ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সম্বলিত খবর প্রকাশ হওয়ায় রাজৈর উপজেলা নির্বাহী অফিসার এসব পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়।