আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কর্তৃপক্ষের বরাতে চীনা বার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানায়, সোমবার (২৫ নভেম্বর) ভোরে যাত্রীবাহী বাসটি দেশটির জুনিনের হুয়ানকায়ো থেকে উকেয়ালি পাকালপার দিকে যাচ্ছিল। যাত্রাপথে কার্পিশ টানেল এলাকায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাশের একটি খাদে পড়ে যায়।
স্থানীয় টিভি চ্যানেলের বরাতে ‘সিনহুয়া’ জানায়, দুর্ঘটনার সময় বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এ সময় বাহনটিতে অন্তত অর্ধশতাধিক যাত্রী ছিলেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
উদ্ধারকারী দলের একজন মুখপাত্র বলেন, ‘দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আমরা এখন পর্যন্ত অন্তত ১০টি মরদেহ উদ্ধার করেছি। তাছাড়া আহতদের ইতোমধ্যে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রাথমিক তদন্ত শেষে দেশটির ত্রাণ মন্ত্রণালয় জানায়, ঘন কুয়াশা এবং উচ্চ গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।